অবতক খবর,১৬ মার্চ: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গে প্রথম ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল। গতবারের মতো এবারও পশ্চিমবঙ্গে হবে ৭ দফায় লোকসভা নির্বাচন ৷ বাংলা, উত্তরপ্রদেশ ও বিহার এই তিন রাজ্যে মোট ৭ দফায় নির্বাচন ৷ আজ তারই ঢাকে কাঠি পড়ে গেল ৷ এদিন দিল্লির বিজ্ঞান ভবনে অন্য দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিংহ সান্ধুকে সঙ্গে নিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷
একনজরে দেখে নেওয়া যাক বাংলার ভোটগ্রহণ:
১৯ এপ্রিল, প্রথম দফা: কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি
২৬ এপ্রিল, দ্বিতীয় দফা: রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং
৭ মে, তৃতীয় দফা: মালদা উত্তর ও মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর
১৩মে, চতুর্থ দফা: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল
২০মে, পঞ্চম দফা: শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগ
২৫ মে, ষষ্ঠ দফা: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঘাটাল
১ জুন, সপ্তম দফা: দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর ও যাদবপুর
একই সঙ্গে তৃতীয় দফায় উপনির্বাচন হবে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে ৷ বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সপ্তম দফায় ৷
২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষভাবে নজর থাকবে পশ্চিমবঙ্গে ৷
শুধু লোকসভা ভোটই নয়, রাজ্যের দু’টি বিধানসভা আসনেও উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। উপনির্বাচন হবে উত্তর ২৪ পরগনার বরানগর (সপ্তম দফায়) ও মুর্শিদাবাদের ভগবানগোলায় (তৃতীয় দফায়) ৷ বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ অন্যদিকে, ঠিক একমাস আগে প্রয়াত হয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি।