অবতক খবর,৩ জুন: ১লা জুন কাঁচরাপাড়া পৌরসভাকে নিয়ে এবং ২ জুন হালিশহর পৌরসভাকে‌ নিয়ে এক বিশেষ বৈঠক করলেন তৃণমূল জেলা সম্পাদক সুবোধ অধিকারী। কাঁচরাপাড়া পৌর সভার বিষয়ে উপস্থিত ছিলেন বর্তমান প্রশাসক সুদামা রায় সহ অন্যান্য প্রাক্তন কাউন্সিলররা। প্রশাসনিক কারণে তারা এখন আর কাউন্সিলর পদে নেই। ২ জুন হালিশহর পৌরসভার পৌর প্রশাসক অংশুমান রায় এবং প্রাক্তন কাউন্সিলরদের নিয়েও বৈঠক করেন সুবোধ অধিকারী। দুই পৌরসভার ক্ষেত্রে একই আলোচনা হয়।

নেতা সুবোধ অধিকারী জানিয়ে দেন যে,দুই পৌরসভায় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রশাসক নিয়োগ করা হয়েছে। এটা সর্বজনজ্ঞাত। কিন্তু এই মুহূর্তে কাউন্সিলর পদটিও অবলুপ্ত হয়েছে। তা সত্ত্বেও এই প্রাক্তন কাউন্সিলরদের ভূমিকা রয়েছে। এটি আপনারা মনে রাখবেন। আপনারা পৌরসভার সঙ্গে যোগাযোগ করবেন এবং নাগরিক পরিষেবার দিকে জোর দেবেন। কাউন্সিলর পদটিও হারালেও নগর পরিষেবায় আপনাদের গুরুত্ব কমেনি। ‌ প্রতিমুহূর্তে নিজের ওয়ার্ডের সংযোগ রক্ষা করবেন। নাগরিকদের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখবেন।

তিনি বলেন,বিশেষত এই লকডাউন পিরিয়ডে যখন করোনা একটা মানুষের মধ্যে বিপন্নতা এনে দিয়েছে তখন আপনাদের একটি বিশেষ ভূমিকা রয়েছে এবং তা গুরুত্বপূর্ণ। সেই দিকটি আপনারা লক্ষ্য রাখবেন। অন্যদিকে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ আম্ফানেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কিভাবে সুযোগ-সুবিধা দেওয়া যায় সেই দিকটিও আপনারা লক্ষ্য রাখবেন। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পৌরসভায় প্রশাসক নিয়োগ হয়েছেন। কাউন্সিলরদের পদ অবলুপ্ত হয়েছে। কিন্তু নাগরিক হিসেবে পৌরসভার সঙ্গে আপনাদের গুরুত্ব বিন্দুমাত্র কমেনি। ‌ নাগরিক পরিষেবার সঙ্গে এখনো আপনারা যুক্ত। ওয়ার্ডের ভালো-মন্দ ব্যাপারে আপনারা যুক্ত।