অবতক খবর,১০ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া এলাকার ভোপলা গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে।

পোল্ট্রি খামার ও খিরা বাগানে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন মোঃ মিরাজুল (পিতা: শেখ রসুল), বেতনা গ্রামের বাসিন্দা। এছাড়াও গুরুতর আহত হয়েছেন লালচাঁদ শেখ (পিতা: মজিদ শেখ), যাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।