অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ পেট্রোল পাম্পের মহিলা কর্মীকে মাথায় বন্দুক দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি ব্ল্যাংক ফায়ার করে পালালো তিন দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত জেমারি এলাকায় আয়ুস পেট্রোল পাম্পে। বৃহস্পতিবার দুপুরে একটি নাম্বারবিহীন স্কুটি গাড়িতে তিন দুষ্কৃতি ওই পেট্রোল পাম্প আসে। তারা ৫৫ টাকার তেল ভরে বলে ওই পেট্রোল পাম্পের এক মহিলা কর্মী জানিয়েছেন।
তেল ভরার পরেই ওই মহিলাকে চুলের মুঠী ধরে তার মাথায় বন্দুক ঠেকায় ওই দুষ্কৃতিরা। মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় তারা দু রাউন্ড ব্ল্যাংক ফায়ার করে বলে পেট্রোল পাম্পের কর্মীরা জানিয়েছে। কেন এই ঘটনা তা নিয়ে পেট্রোল পাম্পের কর্মীরা ধোঁয়াশায়। তবে কি ডাকাতির উদ্দেশ্যে এসেছিল ওই তিনজন? নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল তা পরিষ্কার নয়। পুলিশকে জানানো হয়েছে। সালানপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।