নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে বাঁকুড়ার বেলিয়াতোড়ের বৃন্দাপুর এলাকায় বিষ্ণুপুর সাংঠনিক মহিলা তৃণমূলের কার্যকরী সভানেত্রী অর্চিতা বিদের নেতৃত্বে শনিবার সবুজ সাথীর সাইকেল নিয়ে আন্দোলনে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস।

প্ল্যাকার্ড, ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে সবুজ সাথীর সাইকেল নিয়ে মিছিল করে ক্রমাগত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান।এই সাইকেল মিছিলে অংশ গ্রহণ করেন প্রায় ২০০ মহিলা তৃনমুল কর্মী।