অবতক খবর :: শিলিগুড়ি ::    লাগাতার ১৬ দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। করোনার সাথে লড়াই করছে মানব সভ্যতা। লকডাউন এ বহু মানুষ তাদের কাজ হারিয়েছে, আর্থিক ভাবে সকলেই ক্ষতিগ্রস্ত। তার ওপর এই পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়বে বাজারে। বাজারে দাম বাড়বে সব কিছুর।

প্রতিবাদে পথে DYFI শিলিগুড়ি দক্ষিণ পূর্ব লোকাল কমিটি। আজ তারা শিলিগুড়ির গোষ্ঠপাল মুর্তির পাশে প্রতিবাদ মিছিল করে। তাদের এই প্রতিবাদের মুল্ বিষয় ছিলো পেট্রোল এবং ডিজেলের মুল্যবৃদ্বি।