অবতক খবর :: শিলিগুড়ি ::    পেট্রোল এবং ডিজেলের মুল্যবৃদ্বির প্রতিবাদে আজ দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল সামাজিক দুরত্য বজায় রেখে। আজ শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের সামনে থেকে সামাজিকভাবে দুরে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করল দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচি ষ্টেডিয়ামের সামনে থেকে শুরু করে শেষ হয় এয়ারভিউ মোড়ে।

এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী মাননীয় গৌতম দেব,দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার এবং দার্জিলিং জেলা মহিলা তৃনমুল কংগ্রেস সভাপতি সুস্মিতা সেনগুপ্ত,কোয়ার্ডিনেটার মানিক দে এবং শ্রাবনী দত্ত।

পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান কেন্দ্রীয় সরকার দিনের পর দিন একের পর এক অমানবিক সিদ্ধান্ত নিয়ে চলেছে জনগনের বিরুদ্ধে,রোজই বেড়ে চলেছে ডিজেল এবং পেট্রোলের দাম,তাই মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমুল কংগ্রেস পথে নেমেছে,আগামীদিনেও তৃনমুল কংগ্রেস তাদের নেত্রীর নির্দেশমতো পথেই চলবে।