অবতক খবর, ময়নাগুড়ি, ১ সেপ্টেম্বর : শিলিগুড়ি উগ্র তারা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের ব্যবস্থাপনায় রবিবার অনুষ্ঠিত হলো বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবির। এদিন ময়নাগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড এর ধূমাবতী পেটকাটি শ্রী শ্রী চন্ডী মাতা মন্দিরে এই শিবিরের আয়োজন হয়।
এদিন ওই ওয়ার্ডের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার ও প্রচুর মানুষ এই শিবিরে চক্ষু পরীক্ষা করান। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদান এবং শিলিগুড়ি নিয়ে গিয়ে তাদের চোখের সমস্যার সমাধান সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে জানা গিয়েছে। এদিন প্রায় দেড় শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে চোখ পরীক্ষা করান। সংগঠন সূত্রে জানা গিয়েছে, কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে ধূমাবতী পেটকাটি মা চন্ডীর মন্দিরে এই শিবিরের আয়োজন হয়েছে।
সারা বছর ধরে এই সংগঠন বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন। তারই অঙ্গ হিসেবে আজকের এই শিবির বলে তারা জানিয়েছেন।