অবতক খবর,৬ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:এখন উৎসব মরশুম চলছে । আজ আমরা মন্তেশ্বরের সবজির বাজারে পেঁয়াজের দিকে হাত বাড়ালেই ছেঁকা লাগছে ক্রেতাদের । এই পরিস্থিতিতে শাক সবজির দামের সঙ্গে পেঁয়াজের দাম অনেকটা উপরে।
যেসবের সবজির দাম সবচেয়ে বেশি বেড়েছে সেগুলির মধ্যে রয়েছে পেঁয়াজ। কিছুদিন আগেও পেঁয়াজ ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছিল। এখন সেই পেঁয়াজের দাম কেজিপ্রতি 50 টাকা থেকে ৬০টাকায় পৌঁছেছে। পেঁয়াজ ব্যবসায়ীদের মতে পিঁয়াজের দাম বাড়ার প্রধান কারন পেঁয়াজের জোগানে ব্যাঘাত ঘটছে। দেশি পিঁয়াজের চাহিদা বেড়েছে কিন্তু দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাও কমছে। এখন যতটুকু না হলেই নয় ততটুকুই পেঁয়াজ কিনছে ক্রেতারা। দাম বেড়েছে আরো বেশ কিছু শাকসবজি । পেঁয়াজ ব্যবসায়ী থেকে ক্রেতারা সবাই জানান অন্য রাজ্য থেকে পেঁয়াজ আমদানির সরকার ব্যবস্থা গ্রহন করলে পেঁয়াজের দাম কমবে । আমদানি নাহলে পেঁয়াজের দাম কমবে না বলে জানান তারা।