অবতক খবর,২৭ ফেব্রুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়াতে পাঞ্জাব ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে কয়েক লক্ষাধিক টাকার জালিয়াতির অভিযোগ। শতাধিক গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সিএসপি অপারেটরের বিরুদ্ধে। জালিয়াতি ধরা পড়তেই অভিযুক্তকে ধরে গ্রাহকরা। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে হেঁড়িয়া থানার পুলিশ।
জানা গেছে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতে এলে কখনো সার্ভার ডাউন বা কখনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়নি এই বলে দফায় দফায় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়া হতো। পরে দেখা যায় একাউন্ট থেকে কয়েক দফায় দফায় টাকা তোলা হয়েছে। আবার কারুর কারুর টাকা নগদ জমা নেয়া হলেও একাউন্টে জমা পড়ত না সেইসব টাকা। গ্রাহকরা সিএসপি অপারেটরকে জালিয়াতির কথা জিজ্ঞেস করলে তা অস্বীকার করে।
এরপরই পুলিশে দ্বারস্থ হলে উপযুক্তকে আটক করে পুলিশ। জানা গেছে প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে প্রায় কয়েক লক্ষ টাকা নয় ছয় করা হয়েছে।