অবতক খবর,১ অক্টোবরঃ পূর্ব মেদিনীপুর জেলায় বৃহৎ আকারের দূর্গা কোথায় হচ্ছে খবর রেখেছেন? জানেন নাতো, তাহলে বলি,এই জেলার পাঁশকুড়া ব্লকের গোগ্রাস-কেশববাড় গ্রামে সর্ববৃহৎ দূর্গা প্রতিমা দেখতে পাবেন।ভাবছেন উচ্চতা কত!! এক্কেবারে ৩০ ফুট উচ্চতার সুদীর্ঘ প্রতিমা হচ্ছে এই গোগ্রাস- কেশববাড় জি কে তরুণ তীর্থ ক্লাবের পুজোয়।এবছর এই পুজো ২০ তম বর্ষে পদার্পণ করছে।ক্লাব কর্তৃপক্ষদের বক্তব্য,কোভিড সময় কালের আগে ২০১৭-১৮ সালে এই পুজোয় দূর্গার উচ্চতা ছিলো ৩৫ ফুট।তবে কোভিড সময় থেকে সাধারণ উচ্চতায় প্রতিমা করা হয়।তবে এবছর আবারো সুদীর্ঘ প্রতিমা করা হলো।ক্লাব কর্তৃপক্ষের আশা সম্ভবত জেলায় সর্বাধিক উচ্চতার দূর্গা।বিগত ২৯১৭-১৮ সালে সুদীর্ঘ প্রতিমা দেখবার জন্য ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা।তবে এবছর আবারো সুদীর্ঘ অর্থাৎ ৩০ ফুটের দূর্গা দেখবার জন্য আবারো ভিড় জমাবেন দর্শনার্থীরা।তাই দিনরাত এককরে চলছে প্রতিমা ও মন্ডপ তৈরীর কাজ।যদিও কয়েকদিনের বৃষ্টিতে কাজ হচ্ছে বিঘ্নিত হচ্ছে।তবুও প্রকৃতির চোখ রাঙানিকে উপেক্ষা করেই চলছে প্রতিমা ও মন্ডপ গড়ার কাজ।এবছর পুজোর বাজেট রয়েছে ৫ লক্ষ টাকা।প্রত্যন্ত গ্রামে সুদীর্ঘ এই দূর্গা প্রতিমা পুজোর দিন গুলিতে দর্শনার্থীদের যে মন কাড়বে, সে বিষয়ে সন্দেহ নেই।