অবতক খবর,১০ জুন: আবারও অন্ধকারের ছায়া নেমে আসল, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। ধসে পড়ল গোটা একটা মস্ত বাড়ি ।

তবে বার বার কেন একই ঘটনায় বিধ্বস্ত হচ্ছেন মেদিনীপুরবাসি ?কেনই বা বার বার মানুষকে পড়তে হচ্ছে
তোপের মুখে ?কেউ কি দেবে মানুষের নিরাপত্তার আস্থা ?নাকি এভাবেই বার বার মানুষকে জীবন হারাতে হবে বাজির অগ্নিকুন্ডে?

গত বছরের ১৬ মে এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার এক বছরের মাথায় ফের পূর্ব মেদিনীপুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ।ধসে পড়ল মস্ত বাড়ি ।সূত্রের খবর ,রবিবার রাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামে ঘটনাটি ঘটেছে।উল্লেখ্য, গত বছরের ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার এক বছরের মাথায় আবার পূর্ব মেদিনীপুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। খাদিকুলের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছিল প্রশাসন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, সেই ঘটনার এক বছর কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ পয়াগ গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়িতে বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তে আগুনের গ্রাসে জ্বলে যায় গোটা বাড়ি। পরিবারের সদস্যেরা দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকল। স্থানীয়েরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে জায়গায় বিস্ফোরণ ঘটেছিল সেই বাড়িটি পুরোপুরি ভগ্নস্তুপে পরিণত হয়েছে। ফাটল ধরেছে আশপাশের আরও কয়েকটি বাড়িতে।

স্থানীয়দের অভিযোগ ,ওই এলাকায় একাধিক জায়গায় রমরমিয়ে চলছে বাজির ব্যবসা। আগেও এমন একটি ঘটনায় প্রাণ হারিয়ে ছিল বেশকিছু মানুষ। ,পুলিশের অভিযানে বন্ধ ছিল বাজির কারখানা গুলি ।কিন্তু সময় ঘুরতে না ঘুরতে আবারও পুলিশের নাকের ডগায় চলছিল জাঁকিয়ে ব্যবসা । যদিও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর, প্রতি বছর একাধিক বার অবৈধ বাজি কারখানাগুলিতে অভিযান চালানো হয়। তার পরেও লুকিয়ে-চুরিয়ে এই বাজি কারখানাগুলি চালানো হচ্ছে। তবে এবার কোনো মানুষের প্রাণ না গেলেও হারাতে হয়েছে বাসস্থান ।
এমনটাই সূত্রের খবর ।