অবতক খবর,৫ অক্টোবর: পূর্ববঙ্গের ফরিদপুর জেলার কোটালীপাড়া মহকুমার গজাপাড়া গ্রামে প্রায় তিনশত বছর পূর্বে রায়চৌধুরী বংশের পূজার প্রচলন করেন বংশের ঊর্দ্ধতম অষ্টম পুরুষ স্বর্গীয় রামলাল রায়চৌধুরী।

দেশভাগের পর এই বঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সন্নিকটে উত্তর মেছোগ্রাম এই পূজার ধারাবাহিকতা রক্ষা করেন স্বর্গীয় হেরম্বনাথ রায় চৌধুরী। মাঝে কয়েক বছর স্বর্গীয় ধরানাথ রায়চৌধুরী দেবীর পূজা করার পর শ্রী বিশ্বনাথ রায় চৌধুরী ২০১৫ সালে শহীদ নগরস্থিত নিজ গৃহে সাড়ম্বরে প্রতিমায় দেবীর পূজা প্রচলন করেন। এবার সপ্তমবর্ষে শ্রীদুর্গাদেবী পূজা পদার্পণ করল।

 

বর্তমানে এই পূজা পারিবারিক গন্ডির সীমা ছাড়িয়ে পাড়ার প্রত্যেক ঘরে আনন্দের জোয়ার বয়ে আনে। দেবী দুর্গার সন্ধ্যারতির পর প্রত্যেকদিন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাড়ার কচিকাঁচা সহ বাড়ীর নিকট আত্মীয়দের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পূজা মন্ডপকে আনন্দোজ্জ্বল করে তোলে। বিজয়া দশমীর সন্ধ্যায় শোভাযাত্রা সহযোগে হালিশহর গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জিত হয়। ফিরে আসার পর পারিবারিক প্রথা অনুযায়ী সকলের কপালে বরণডালা স্পর্শ করে, শান্তির জল প্রদান করা হয়। শেষে প্রণাম ও কোলাকুলির পর মিষ্টিমুখ করে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।