অবতক খবর,৩ অক্টোবর: দুর্গাপুজা নিয়ে প্রশাসনিক বৈঠক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে। স্থানীয় বিধায়ক ফিরোজা বিবি,
এসডিপিও অতীশ বিশ্বাস, বিডিও ধেনদুপ ভুটিয়া, আই সি আশীষ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি সহ পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র সহ একাধিক প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক হয়।
আগামীদিনে করোনা বিধি মেনে বৃষ্টিকে উপেক্ষা করে কিভাবে পূজা হবে তা নিয়ে পূজা কমিটিগুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠক হয় পাঁশকুড়া ব্লকে।