অবতক খবর,৬ ফেব্রুয়ারিঃ সোমবার সকালে নিউ বারাকপুর থানার পুলিশ ব্যাগ থেকে টাকা ছিনতাই এর অভিযোগে আরো এক জনকে গ্রেফতার করল রহড়া ঈশ্বরীপুর মাটিপাড়া থেকে।ব্যাগ থেকে টাকা ছিনতাই, ধৃত আরো এক, ধৃত মহিলার নাম রাবিয়া বিবি(৪৬)।নিউ ব্যারাকপুর থানার পুলিশ ধৃতকে ব্যারাকপুর আদালত পেশ করলে।মহিলা কে পাচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। নিউ বারাকপুর থানার পুলিশ জানা যায় গত বৃহস্পতিবার গভীর রাতে রহড়া ঈশ্বরীপুর মাটিপাড়া থেকে সেখ আকবর আলি কে গ্রেপ্তার করা হয়েছিল।তদন্তে নেমে পুলিশ সোমবার তার স্ত্রী রাবিয়া বিবি কে গ্রেপ্তার করে।
উল্লেখ্য গত ৩১ জানুয়ারি নিউ বারাকপুর এপিসি রোডে এক বেসরকারি ব্যাঙ্ক থেকে সাজিরহাট নিবাসী বয়স্ক পেনশনহোল্ডার মহিলা টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে এক মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়ে ছিনতাইকারী তার ব্যাগ কেটে নগদ ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মহিলা বাড়ি গিয়ে দেখে ব্যাগ কাটা টাকা নেই। পরদিন নিউ বারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যে নিউ বারাকপুর থানার পুলিশ টিম তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজ দেখে রহড়া ঈশ্বরীপুর মাটিপাড়া থেকে সেখ আকবর আলি (৩৯) কে গ্রেপ্তার করে।আদালতের নির্দেশ মোতাবেক তিনদিনের পুলিশ হেফাজতে রেখে অপরাধে অভিযুক্ত আরো কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করে। সোমবার সকালে নিউ বারাকপুর থানার পুলিশ পুনরায় অভিযান চালিয়ে রহড়া ঈশ্বরীপুর মাটিপাড়া থেকে ধৃত মহিলা রাবিয়া বিবি (৪৬) কে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে হাজির করে। আদালত পাচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। নগদ পুরো টাকা উদ্ধার হবে বলে আশাবাদী পুলিশ ।