পুলিশের ম্যাজিক
তমাল সাহা
পুলিশের যে কী মানে
পুলিশই কি তা জানে?
পুলিশের টিপ কী দারুণ!
তোমরা কি তা জানো?
বলছি আমি,
মন দিয়ে তা শোনো।
তোমরা দেখোনি
পুলিশের ম্যাজিক প্রদর্শনী—
শূন্যে করবে গুলি
তোমার বুকে এসে লাগবে তক্ষুনি।
তুমি মাটিতে উপুড় হয়ে পড়বে
ক্ষতস্থান বেয়ে অঝোরে রক্ত গড়াবে।
অথবা—
শূন্যে ছুড়বে গুলি
মুহূর্তে উড়িয়ে দেবে খুলি।
একে বলে শূন্যে পুলিশি সন্ত্রাস
অথচ মাটিতে পড়ে থাকবে
তোমার লাশ।
এ এক অপূর্ব দক্ষতা!
এ এক আশ্চর্য হত্যাপর্ব!
বাংলার শাসক, বাংলার পুলিশ
আমাদের মহান গর্ব।