অবতক খবর,৪ জানুয়ারি: বৃহস্পতিবার সকালে হাওড়ার বাগনানের বরুন্দায় পুলিশের পেট্রোলিং গাড়ি ও একটি বড় ট্রাকের সঙ্গে ধাক্কায় দুই পুলিশ কর্মীর মৃত্যু হয়।মৃতদের নাম সুজয় দাস (এ এস আই),পলাশ সামন্ত (কনস্টেবল)।এই ঘটনায় আরো দুই পুলিশ কর্মীকে আশঙ্কা জনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে বরুন্দার কাছে পুলিশ পেট্রোলিংয়ের গাড়িটি বাগনানের দিকে ফিরছিল।
বরুন্দার কাছে পিছন থেকে একটি বড় ট্রাক সজোরে ধাক্কা মেরে চলে যায়। আশপাশের লোকজন ছুটে এসে পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।সেখানে সুজয় ও পলাশকে মৃত বলে ঘোষণা করা হয়।কেন্দ্রীয় নতুন আইনের প্রতিবাদ জানাতে গিয়ে ট্রাক চালকরা এমনিতে কর্ম বিরতি করছে ।তবে কি চালকের রাগ পুলিশের উপর পড়লো ?উঠছে প্রশ্ন।