অবতক খবর,৬ সেপ্টেম্বর: পুলিশের ঘরে চুরি। লক্ষাধিক টাকার সোনা ও রুপার গহনা সহ বেশ কিছু টাকা ও থালা বাসন চুরি যায়।
বালুরঘাটের থানা আবাসনে চুরি। বালুরঘাট থানা থেকে ঢিল ছোরা দূরত্বে থানা আবাসন। চুরির ঘটনায় চাঞ্চল্য‌। আবাসনের H ব্লকের ১ নং ঘরে থাকেন পুলিশ কনস্টেবল মিন্টু সরকার। গতকাল বিকেলে আবাসন থেকে তার আত্মীয়র বাড়ি যান তিনি, সেই সুযোগে রাতে গেটের তালা ভেঙ্গে লণ্ডভণ্ড করে রাখে, পাশের ঘর গুলোতে শিকল তুলে দেয় বলে জানা গেছে।