অবতক খবর :: শিলিগুড়ি :: ৭মে ::    হাতেনাতে ধরা পড়তে পড়তে পালিয়ে যায় আসামী। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জিয়াগঞ্জ পেট্রোল পাম্পের সামনে ডাকাতির ছক কষতে গিয়ে গত ২৬ জানুয়ারি কয়েক জনকে হাতেনাতে ধরেছিল এনজেপি থানার পুলিশ, তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায় । বুধবার সেই দলেরই একজন অনুপ দাস ওরফে অক্ষয়কে গ্রেপ্তার করল পুলিশ।

জানা গেছে তার বাড়ি শীতলা পাড়া, জলপাই মোড় এলাকায়। তাকে এনজেপি এলাকা থেকে আটক করেছে এনজেপি থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে,এই দল শুধুমাত্র ডাকাতি নয় নানা রকম ছিনতাই ,চুরি ও গাড়ি পাচার সব ধরনের কাজে যুক্ত । আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।