অবতক খবর,৭ ফেব্রুয়ারী : বিকেলে ঘরে মা ছিল শুয়ে। বাবা স্থানীয় কারখানায় কাজে ছিল। ছোট ৬ বছরের ছেলে খেলার নাম করে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা হয়ে যায়। ছেলে ঘরে ফিরে আসে না। চারিদিকে দীর্ঘ খোঁজাখুজির পর।
রাত ৯ টার সময় নিউ বারাকপুর থানার পুলিশের তৎপরতায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় ছেলেকে খুঁজে উদ্ধার করে বোদাই দক্ষিণ পাড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ রাজা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ বারাকপুর থানার বোদাই ঘোষ পাড়ায়।
তিন ঘন্টার মধ্যে ছেলে কে উদ্ধার করে বোদাই ঘোষ পাড়ায় বাবা মায়ের কাছে একমাত্র সন্তান কে পৌঁছে দেওয়া হয় ।পরিবারের লোকজন তৃণমূল যুব কংগ্রেস নেতা সেখ রাজার মানবিক উদ্যোগের প্রশংসা করেন।