অবতক খবর :: শিলিগুড়ি :: ২৫ জুন :: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা সাদা পোশাকের পুলিশ অভিযান উদ্ধার প্রায় ৩০ কেজি গাঁজা। বুধবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী এক যুবককে গ্রেফতার করে।
তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। ধৃত যুবকের নাম সাইদুল। অভিযুক্তের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে । বুধবার রাতে ফুলবাড়ি এলাকায় সে বাসের জন্য অপেক্ষা করছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুলকে পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই চক্রের সাথে কারা কারা জড়িত সে নিয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।