অবতক খবর,২৬ নভেম্বরঃ পুলিশকে খুনের হুমকি কংগ্রেস নেত্রীর পুলিশের সারা শরীর গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্তের। শুক্রবার বিকেলে বীরভূমের হাঁসন বিধানসভার বেসিক মোড়ে ভারত জোড়ো কর্মসূচির আয়োজন করা হয় যেখানেই তিনি বলেন পুলিশকে একদম ভয় করবেন না। পুলিশকে টেন হিঁচড়ে নিয়ে যাবেন বোম মারার দরকার হলে বোম মারুন। ভাইপো যদি কপালে গুলি করার কথা বলতে পারে তাহলে আমিও বলব পুলিশের সাড়া শরীরে গুলি করে ঝাঁঝরা করে দেব।
ABTAK EXCLUSIVE