অবতক খবর , রণজিৎ যাদব ,উত্তর দিনাজপুর :- পুলওয়ামা হামলায় নিহত শহীদদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলো কালিয়াগঞ্জের নব যুবশক্তি ক্লাব। শহরের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় ক্লাব প্রাঙ্গণ থেকে রবিবার সন্ধ্যায় মোমবাতি হাতে মিছিল শুরু হয়।

নব যুবশক্তি ক্লাব প্রাঙ্গন থেকে এই মোমবাতি মিছিলে অংশ নিয়েছিল ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার কচিকাঁচারা। শেঠলোনী স্কুলমোড় হয়ে শ্রীকলোনী ভবানী মন্দির দিয়ে গুপ্তপাড়া মোড় হয়ে ফের পালপাড়া রোড দিয়ে ক্লাব প্রাঙ্গণে এসে এই মোমবাতি মিছিল।

এই মিছিল শেষে ক্লাব প্রাঙ্গনে শহীদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পুলওয়ামা হামলায় নিহত শহীদদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন অংশ নিয়েছিলেন নব যুবশক্তি ক্লাবের সভাপতি সত্যেন মহন্ত, সম্পাদক গৌরাঙ্গ পাল এবং কানাই পাল, সজল রায়, প্রসেনজিৎ বসাক, দীপ সাহা, সুব্রত রায়, মলয় বসাক, বিনোদ চৌহান, সঞ্জয় মালাকার সহ পাড়ার কচিকাঁচারা।