অবতক খবর,২৬ ডিসেম্বর,ইসলামপুর: পুরোনো জমি বিবাদকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা, এক ব্যক্তির হোটেল ও বাড়িতে ভাঙচুর, মারধর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতোর রোড পাড়া এলাকায়। জানা গিয়েছে সুশীল সাহা নামে এক ব্যক্তির সাথে বিপ্লব দাস নামে হোটেল ব্যবসায়ীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

সেই বিবাদকে কেন্দ্র করে বুধবার রাতে হোটেলে একটি ঝামেলা সৃষ্টি হয়। অভিযোগ সুশীল সাহার লোকজন বৃহস্পতিবার সকালে বিপ্লব সরকার নামে ওই ব্যবসায়ীর হোটেল ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকাল হতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেই। অভিযোগ ফের কিছু দুষ্কৃতী হোটেল ও বাড়ি সামনে এসে উপস্থিত হয়ে হোটেল মালিক বিপ্লব দাসের বাবাকে মারধর করে।

জখম অবস্থায় ইসলামপুর মহকমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। শেষে হোটেলে ভাঙচুর করা বাইকে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতী। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ও দমকলবাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। পড়ে আবার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

অন্যদিকে এ বিষয়ে সুশীল সাহাকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এবং তারা সাথে কোনো জমি বিবাদ নেই। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি।