অবতক খবর,৯ ডিসেম্বর: পুরোনো জমি নিয়ে সংঘর্ষে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন । মারপিটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চেতনাগছ গ্রাম তথা দাসপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপরা ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ গ্রামে। জানা গেছে পুরোনো জমি নিয়ে বিবাদ চলছে বহু দিন ধরে।
আর আজ সেই জমিতে ট্রাক্টর নিয়ে সন্ধ্যায় চাষ করতে গেলেই দুই পক্ষের মধ্যে শুরু হয় মারপিট।সন্ধ্যায় সমিরুদ্দিন পক্ষ ট্রাক্টর নিয়ে চাষ করতে গেলেই বাঁধা দেন জাকির হোসেন পক্ষ। শুরু হয় উভয় পক্ষের মধ্যে পাথর ছোড়া ছুড়ি। এতে আহত হন বেস কয়েক জন।তড়িঘড়ি ঘটনা স্থলে পৌছায় চোপড়া থানার দাসপাড়া পুলিশ আউট পোস্টের বিশাল পুলিশ। পুলিশ ঘটনা স্থলে পৌছালেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।