অবতক খবর,৭ জুলাই: স্নান যাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে জগন্নাথের।বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ।মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকে ভীড়।

স্বপ্নাদেশে পাওয়া দারু (নিম)কাঠ দিয়ে তৈরী জগন্নাথ বলরাম শুভদ্রার মূর্তি ছয় শতকের বেশি সময় ধরে পুজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে।
খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশ। পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা।
এইবছর মাহেশের রথ যাত্রার 628 তম বছরে পড়ল। মার্টিন বার্ন কোম্পানীর তৈরী লোহার রথের বয়স 138 বছর। আগে ছিলো কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার।
9 চুড়া বিশিষ্ট এই রথ 50 ফুট উচ্চতার। লোহার বারোটি চাকা রয়েছে।

পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্থানপিঁড়ির মাঠে বসেছে মেলা।সকাল থেকে চলছে পুজো পাঠ,ভক্তরা ভীর জমিয়েছেন জগন্নাথ মন্দিরে। এরপর বেলা চারটে নাগাদ রথের রশিতে টান পড়বে।