অবতক খবর,৩০ মে: পুরীতে জগন্নাথের চন্দন যাত্রা উৎসবের সময় আতশ বাজি বিস্ফোরণে আহত ২৫ জনের বেশি দর্শনার্থী ।

এর মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক। যার মধ্যে এক জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের খবর বুধবার সন্ধ্যায় পুরীতে চন্দন যাত্রার সময় জগন্নাথ এবং তাঁর ভাই বোনেদের “চাপা” খেলা উপলক্ষে
বাজি প্রদর্শনের কথা ছিল । সূত্রের খবর ,একটি পুকুরের কাছে বিপুল পরিমান আতস বাজি রাখা হয়েছিল ।
আর তাতে আগুন লেগে বিপত্তি বাধে বলে খবর ।আগুনে দগ্ধ হয় ২৫ জনেরও বেশি ভক্ত।মৃত্যু হয় এক শিশুর ।
আহতদের প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা গুরুতর হওয়ার কারণে
তাঁদেরকে কটকের একটি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
পুরীর এসিপি পিনাক মিশ্রা বলেছেন ” কয়েকজন যুবক বাজি ফাটাচ্ছিলেন তখন আগুনের ফুলকি আতস বাজির ওপর গিয়ে পড়ে
এবং তা থেকে এই বিস্ফোরণ হয় বলে তিনি জানান “। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পচিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও
পাটনার মুখ্যমন্ত্রী পট্টনায়ক ।পুরীর ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে বলছেন “এই ঘটনা যেন তাঁর কাছে একটি হতভম্ব ঘটনা আহতদের দ্রুত সুস্থতার জন্য তিঁনি জগন্নাথদেবের কাছে প্রার্থনা করবেন “।

অন্যদিকে পাটনার মুখ্যমন্ত্রী টুইটারে মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন এই ঘটনা তাঁর কাছে খুবি ব্যথিত প্রশাসন কে আহতদের
দ্রুত চিকিৎসার জন্য বলা হয়েছে চিকিৎসার যাবতীয় খরচ আমার তহবিল থেকে দেয়া হবে বলে সূত্রের খবর “।