পুরনো দিন ফিরে এলো
তমাল সাহা
ফিরে এলো সেই পুরনো দুর্গা দালান
সামনে বড় বড় থাম কড়ি বরগার ছাদ
দালানের ঘুলঘুলিতে কবুতরের ডাক
মণ্ডপে এক চালার কাঠামোয় ঠাকুর গড়ছেন কুমোর মশাই সঙ্গে হাতজোগাড়ে ছেলে
ফিরে এলো সেই চোখ জুড়ানো দিন
বাঁশের বাখারি বিচুলি সুতলি দড়ি এক মেটে দু মেটে মাটি সোনালী পাটের টুকরো
পরের দৃশ্যে জল রং গর্জন তেল উজ্জ্বল শাড়ি ডাকের সাজ চুমকি বুলন কতসব কারুকাজ
ফিরে এলো এলাইপুরের হরেন ঢুলির ঢাক বাজানোর দিন, সঙ্গে ছোট্ট খগেনের কাইনানা কাইনানা কাঁসি
ফিরে এলো সালংকারা এয়োতি বউদের মুখ, কপালে টকটকে সিঁদুর, আলতা রাঙানো পা, হাতে ধরা পেতলের রেকাবিতে ধান দুব্বো মঙ্গল শাঁখ
মেঝে জুড়ে পিটুলি গোলা আলপনা
ফিরে এলো আশীর্বাদের দিন!