অবতক খবর,১০ অক্টোবর: পুরসভার ফান্ড না থাকায় প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপূজার আগে চাঁদা তুলে রাস্তার কাজের সূচনা করলেন ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা। বরাদ্দ প্রায় ১৫ লক্ষ টাকা। খুশি এলাকার মানুষ।

মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায় শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা করেন স্থানীয় কাউন্সিলর।

পুজোর আগে ঢালাই রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ।

স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা বলেন, নির্বাচনী প্রচার করার সময় এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মানুষের সমস্যা দূর করতে নেতাজি কলোনি সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঢালাই রাস্তা করবেন।

তিনি বলেন পুরসভার ফান্ড না থাকার জন্য চাঁদা তুলে ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয়। এলাকার দূর্গা পূজা কমিটি, বাসন্তী পূজা কমিটি, কীর্তন কমিটি, বাউল কমিটি সহ বেশ কয়েকজন সমাজসেবী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পুজোর আগেই এলাকার পাঁচটি রাস্তা ঢালাই করা হবে।