অবতক খবর,২২ মার্চঃ আজ ১২১ ওয়ার্ড বেহালায় ফিরহাদ হাকিম আসলেন এবং খতিয়ে দেখলেন যে সাধারণ মানুষ পৌরসভার সবুজ এবং নীল বালতি ঠিকঠাকভাবে ব্যবহার করছেন কিনা। শুকনো ময়লা এবং ভেজা ময়লা পৃথক ভাবে ফেলছে কিনা।

পাশাপাশি পুরসভার কম্প্রেসার মেশিনে শুকনো ময়লা এবং ভেজা ময়লা কিভাবে পৃথক করা হয়েছে সেটা খতিয়ে দেখলেন। এবং তিনি জানালেন মানুষ যদি এই নিয়ম মানে ধাপার মাঠ আর তৈরি হবে না। উচ্চ মাধ্যমিকের পরে আমরা মানুষকে সচেতন করব যেন পুরসভার এই নিয়ম মেনে ময়লা ফেলে মানুষ। যারা মানবে না, তাদের বাড়ি থেকে ময়লা কালেক্ট করা হবে না এবং রাস্তায় ময়লা ফেলে বড় জরিমানা করা হবে।