অবতক খবর :: শিলিগুড়ি :: পুরনিগমে যদি প্রবেশ করতে হয় তবে দিতে হবে সম্পুর্ন তথ্য। কোথা থেকে আসছেন? কি জন্য আসছেন? কতক্ষন থাকবেন? দিতে হবে সবকিছুই। জমা দিতে হবে ভোটার কার্ড,আধার কার্ড ইত্যাদি। আজ এই ঘোষনা করে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের অন্যতম প্রশাসক শঙ্কর ঘোষ জানালেন এখন নিরাপত্তার জন্য আমাদের এই পথ বেছে নেওয়া ছাড়া অন্য কোন উপায় নেই।
পুরনিগমে ঢোকবার আগে প্রত্যেক ব্যক্তিকেই থার্মাল ষ্কিনিং করতে হবে।আমরা গোটা পুরনিগমেই সানেটাইজেসনের ব্যাবস্থা করছি।









