অবতক খবর,৫ জানুয়ারি,অভিষেক দাস,মালদা:-এ যেন এক বেদনাদায়ক ঘটনা। সময় পেলেই তাকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়াতেন তৃণমূল নেতা বাবলা সরকার নিজের ছেলের মতো তাকে ভালোবাসতেন। সেই পুটু এখন খাওয়া-দাওয়া ছেড়ে শুধু অপেক্ষায় তার প্রভু কখন আসবে।প্রভুকে না দেখতে পেয়ে দুইদিন ধরে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে পুটু।

কোথায় গেলেন প্রভু, বাড়ির আনাচে-কানাচে খুঁজে বেড়াচ্ছে তাঁকে। কিন্তু প্রভু যে না ফেরার দেশে চলে গিয়েছে সেটাও হয়তো বুঝতে বাকি রাখে নি চার বছরের পুটু । তাই মন খারাপ, খাওয়া বন্ধ । মৃত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ির জার্মান প্রজাতির পোষ্য পুটু এখন তোলপাড় করছে গোটা বাড়ি। যে মানুষটা চার বছর ধরে নিয়ম করে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার সবই দিয়েছেন ।

হঠাৎ করে সেই মানুষটা কাছে না থাকলে যা হয়। আসলে অবলা প্রাণী হলেও পোষ্য কুকুরের ঘ্রাণশক্তি অনেক বেশি। ইংরেজবাজার শহরের সুকান্তপল্লী এলাকায় তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতেই রয়েছে চার বছরের পোষ্য কুকুর পুটু। পুটু ছাড়াও রয়েছে আরো বিদেশি জাতির ৬ টি কুকুর।গত দুইদিন ধরে শুধুমাত্র দুটো বিস্কুট খেয়েছে। খাবার প্রতি আগ্রহ নেই। বাড়ির আনাচে-কানাচে ছুটে বেড়াচ্ছে। আবার কখনো ব্যালকনিতে যাচ্ছে প্রভুকে দেখার জন্য। কিন্তু বাড়ির গৃহকর্তার অনুপস্থিতি যেন এই কদিনে ঢের বুঝিয়ে দিয়েছে পুটুকে । অবলা প্রাণী পুটু এখন তাকিয়ে তার প্রভু কখন আছে বাড়িতে কিন্তু তার প্রভু যে এখন না ফেরার দেশে।