অবতক খবর,২১ অক্টোবর: পুজোর কথা হলো,পূজো দেখতে এসছেন ।উনি বিজেপির প্রেসিডেন্ট নয় , বাংলার জামাই। বাঙালি বাড়িতে বিয়ে করেছেন সেজন্য আমরা দুর্গাপুজোয় আমন্ত্রণ করেছি। সি খুবই আনন্দে ভাগ বসাতে এসেছে সবাইকে নিয়ে আনন্দ করতে এসে অনেকের কষ্ট হচ্ছে তার ছবি সরিয়ে দিচ্ছে অনেকে সমালোচনা করছে। বাংলার মানুষ এখানে উদয় হৃদয়ের সেখানে যে পুজো দেখতে এসেছে স্বাগত করা উচিত জামাই হলেও তো কিছু বলার নেই। সেই সংস্কৃতি অনেকে পাল্টে দেবার চেষ্টা করছে।

মহুয়া মৈত্র প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এমন একটি কাজ করছেন রাজনৈতিক ফিল্ডে এসে সংসদীয় গণতন্ত্রের পরম্পরকে পদহীলিত করছেন। উনাদের একাধিক পার্টি এমপি সাসপেন্ড হয়েছে। ওনার ব্যবহার একাধিকবার সমালোচিত হয়েছে পার্লামেন্টের মধ্যে। এখন যেটা করেছেন সেটা এথিক্স ভেঙেছেন। সংসদীয় পরম্পরা কে ভেঙেছেন গরিমা কে নষ্ট করেছেন। এটা শাস্তিযোগ্য এথিক্স কমিটিতে গেছে। উনি যাচ্ছেন কোটে উনার সম্মান রক্ষা করবে যারা দেশের সম্মান রক্ষা করে না ।