অবতক খবর,২০ সেপ্টেম্বরঃ শারদীয় উৎসবের আয়োজন শুরু হয়ে গিয়েছে। কাঁচরাপাড়ার যে মূল সড়ক কবিগুরু রবীন্দ্র পথ তার দু’ধারে বড় বড় সংগঠনের মেরাপ বাধা হচ্ছে। কিন্তু মূল রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে শ্রী লক্ষ্মী সিনেমা অঞ্চল সংলগ্ন কবিগুরু রবীন্দ্র পথ খুবই বেহাল অবস্থায়। সেখানে বলতে গেলে রোজই একটা না একটা দুর্ঘটনা ঘটছে। রাস্তায় বৃষ্টির জল জমে থাকছে। রাস্তার ধার গুলো সব ভেঙ্গে গিয়েছে। একটি বিপর্যয়কর অবস্থা।

মূল সড়কেরই যখন এই অবস্থা তখন অলিগলিতে দেখা গিয়েছে রাস্তার ভগ্নদশা। পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, পুজোর আগেই যত দ্রুত সম্ভব রাস্তা মেরামতি করে দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে ঘোষণা করেছিলেন যত মেরামতির কাজ আছে পুজোর আগে সেরে ফেলতে হবে।

অথচ এই যে বেহাল অবস্থা সেদিকে কারোরই নজর নেই এবং যেই অঞ্চলের রাস্তাগুলি বেশি ক্ষতিগ্রস্ত সেই ওয়ার্ডের কাউন্সিলরদেরও এ ব্যাপারে কোন ভূমিকা দেখা যাচ্ছে না। তারা সক্রিয় হয়ে রাস্তা মেরামতির উদ্যোগ নেবেন,এমন ভূমিকায় তারা এখনো অবতীর্ণ হতে পারেননি। ‌‌