অবতক খবর,২১ অক্টোবর: পুজোর মরশুমে সকলেই যখন ব্যস্ত পুজো নিয়ে, অন্যদিকে প্রশাসন ব্যস্ত মানুষকে পরিষেবা দিতে। মানুষের সুবিধার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে। মানুষের শরীরার্থে করা হয়েছে বিভিন্ন পুলিশ ক্যাম্প। এত নিরাপত্তা সত্ত্বেও ষষ্ঠীর রাতে দেখা গেল এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে। কাঁচরাপাড়া ১১ নম্বর ওয়ার্ড জয়ী সংঘ মাঠের কাছে কালা নামে এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে থাকে। অভিযোগ, এই দুষ্কৃতী মানুষকে ভয় দেখায়। স্থানীয়রা পুলিশকে ফোন করেন। ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ। তবে ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালায় কালা। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। তবে এই ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। তারা বলেন,একজন দুষ্কৃতী পুজোর মরশুমে এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখাবে,তা যথেষ্ট আতঙ্কের।

এই কালা আগ্নেয়াস্ত্র কোথায় পেলো তা তদন্ত করছে বীজপুর পুলিশ প্রশাসন।