অবতক খবর,১৬ অক্টোবর,মালদা:সানু ইসলাম: পুজোর আগে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে নামলেন জন প্রতিনিধি এবং প্রশাসনিক কর্তারা। সারা রাজ্যের সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল অঞ্চলের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা করা হলো আজ।আজ প্রথমে ইসাদপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে কনুয়া বাজার পরিক্রমা করে ও ডেঙ্গু নিয়ে সচেতনতা করা হয়।পূজার মুখে ডেঙ্গুর বার বার অন্তর চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক কর্তা এবং এলাকার জনপ্রতিনিধিদের কপালে।

এদিন এই অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক, পঞ্চায়েত সমিতির সদস্য নরেন,এবং প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধি দল। বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বর্ষা কনুয়া বাজারে দোকানে দোকানে গিয়ে এবং ডেঙ্গু সচেতনতা নিয়ে মানুষদের সঙ্গে কথা বলেন। কিভাবে ডেঙ্গু রোধ করা সম্ভব সে বিষয়ে এলাকার মানুষদের পরামর্শ দেন।