অবতক খবর,৫ অক্টোবরঃ পুজোর আগে টানা বৃষ্টির জেরে ব্যতিব্যস্ত সাধারণ মানুষ। একেতে ডেঙ্গির মরশুম, তার উপর টানা বৃষ্টি ফলে যেমন জমা জলে ভোগান্তি বাড়ছে। বনগাঁ পৌরসভার পৌর প্রধান বৃষ্টি মাথায় নিয়ে বনগাঁ পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হলেন। বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

যে সমস্ত জায়গায় বৃষ্টির জল জমে রয়েছে অতিসত্বর সেইসব চল বিকাশের ব্যবস্থা করেন তিনি। এর পাশাপাশি পৌরসভা এলাকার যে সমস্ত পরিবারের এখনও পর্যন্ত মাথার উপর পাকা ছাদ নেই টালি বা টিনের বাড়ি সেইসব পরিবার যাতে বৃষ্টির হাত থেকে রেহাই পায় তার জন্য তাবু তুলে দেন তিনি।