অবতক খবর,২১ অক্টোবর: ভগবানগোলা থানার রামপুর মাঠে পুকুরে মাছের খাবার দিতে যায় ওই যুবক রফিক সেখ গতকাল সকাল নটার সময় তারপরে সন্ধ্যা হয়ে গেলেও তার কোন খোঁজ মেলে না পুকুর পারে বাইক পায়ের জুতো গামছা পড়েছিল কিন্তু তার কোন খোঁজ মিল ছিল না
আজ সকালে ওই পুকুর থেকেই তার রহস্যজনক দেহ পাওয়া গেলো।
ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা তারপরেই ভগবানগোলা থানায় খবর দেয় ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে আসে। এবং সেই দেহ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মাকে পাঠানো হবে এটি নিছোকি মার্ডার না অন্য কিছু এই বিষয়ে তদন্ত করার জন্য আজ অর্থাৎ শনিবারের দেহর সন্ধান পাই সকালে।