অবতক খবর,৩ অক্টোবরঃ গত পঞ্চায়েত ভোটে পলসন্ডার বাসিন্দা আনন্দ দাস (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। জানা যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ভগ্নিপতির বাড়িতে যান সেখান থেকে দয়ানগরের ছেলের বাড়িতে হাজির হন ছেলের বাড়িতে তাকে বসতে বললে তিনি সেখান থেকে পালিয়ে যান তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মিসিং ডাইরি থানায় করা হয়েছিল বলে জানা যায় । গতকাল বহরমপুর পাঁচ নম্বর ওয়ার্ডের সাতাকার পুসকুনির ধার, কাঠ্মাপাড়া, সৈদাবাদ ,একটি পুকুর পরিষ্কার করার সময় একটি মানুষের কঙ্কাল পাওয়া যায়। ঐ পুকুর পাড়ে এসেছেন ওনার মামাশ্বশুর তিনি জানান বিগত দু-তিন মাস থেকে নিখোঁজ ছিলেন আনন্দ দাস।
আজ এক রিক্সা চালকের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসে এসে পুকুর থেকে এই কঙ্কালগুলি উঠানো হয়েছে। ঘটনা স্থলে পুলিশ এসে মৃত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করে মর্গে নিয়ে যায়। পুলিশ তদন্ত করে দেখছে কি কারনে এই পুকুরে মানুষের কঙ্কাল পাওয়া গেল এই কঙ্কাল, পলসোন্ডার আনন্দ দাসের কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।