অবতক খবর,১৩ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলে পিপলন রামকৃষ্ণ সংঘ পাঠাগারের উদ্যোগে

গতকাল রবিবার থেকে পিপলন উৎসব শুরু হয়েছে। এই উৎসবে বিভিন্ন নাচ গান, ক্রিকেট খেলা, বিশিষ্ট ব্যক্তিও ও এলাকার কৃতি এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে এই উৎসবে। এই উৎসবটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

এই উৎসব উপলক্ষে আজ দ্বিতীয় দিনে উৎসব প্রাঙ্গণে এলাকার গরিব দুঃস্থ অসহায় মানুষদের সুবিধার্থে একদিনের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উৎসবের উদ্যোক্তাদের পক্ষ থেকে।

উদ্যোক্তাদের পক্ষে দেবব্রত দত্ত জানান, যেখানে উৎসবটি চলছে এই এলাকাটি গরীব ও মানুষজনদের বসবাস বেশি।

তাই এলাকার অনেক গরিব মানুষজন পয়সার অভাবে মন্তেশ্বর, মেমারি বর্ধমান, দূরে ডাক্তার দেখাতে যেতে পারেনা । তাই এইসব মানুষজনদের সুবিধার্থে ও সম্প্রীতির বার্তা বহনের মাধ্যমে আয়োজন বলে জানান তিনি।

এই স্বাস্থ্য শিবিরে বেশিরভাগ মহিলা সহ প্রায় ২০০জন চক্ষু পরীক্ষা করান।

বর্ধমান মেডিকেল হসপিটাল থেকে চক্ষু পরীক্ষা বিষয়ক ডাক্তার সহ মেডিকেল টিম এসেছে বলে জানান তিনি।

এই উৎসবে উপস্থিত ছিলেন পিপলন অঞ্চলের প্রধান শেখ শরিফুউদ্দিন সহ এলাকার বিশিষ্ট শিক্ষকরা ।