অবতক খবর :: উত্তর দিনাজপুর ::   পিকআপ ভ্যান এবং বাইকের সংঘর্ষে মৃত এক যুবক। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার অন্তর্গত দক্ষিণ সাহাপুর এলাকায়।

পরিমল সরকার নামক স্থানীয় এক বাসিন্দা জানায়, রাত সাড়ে আটটা নাগাদ মাছ বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে কৌশিক ঢালী নামক এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনা ঘটনার পর সেই মাছের গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। মৃত যুবকের বাড়ি সাহাপুর গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত ডুবকুল এলাকায়। সে বাড়ি থেকে সাহাপুর বাজারে যাচ্ছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃত দেহটিকে উদ্ধার করে বলে জানায় পরিমল সরকার।