অবতক খবর, শিলিগুড়ি: শুক্রবার গভীর রাতে দার্জিলিং থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে টুংসুং চা বাগানের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চা বাগানের এক কর্মী আগুন দেখতে পেয়ে এলাকাবাসীদের খবর দেন। মূলত শ্রমিকরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন।স্থানীয় লোকেরা দমকল এবং পুলিশকে খবর দিলেও ঘটনাস্থলে পৌছাবার রাস্তা এত সরু যে সেখানে গাড়ি ঢুকতে পারে নি। সেই কারনে দমকল বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে সময়মতো পৌছাতে পারে নি।তারা শেষ পর্যন্ত হেটে হেটে গিয়ে আগুন নিভিয়ে অবস্থা অনুকুলে নিয়ে আসে।
accident