অবতক খবর,৫ অক্টোবর: মজদুর ভবনে হামলার কারন নিয়ে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমক দাবি করেছেন, সম্পত্তিগত পারিবারিক গণ্ডগোল। এখন উনি অনেক টাকার মালিক। টাকার জন্য বোমাবাজি করছেন কেন। নিজে দাঁড়িয়ে গুলি চালাচ্ছেন। তাঁর দাবি, ও আমার বন্ধ। বয়স হয়েছে। এখন এগুলো থেকে সংযত হওয়া দরকার। এপ্রসঙ্গে অর্জুনের পাল্টা দাওয়াই, পার্থ ভৌমিক কোনওদিন তাঁর বন্ধু ছিল না। পার্থ ভৌমক তাঁর চ্যালা ছিল।

মজদুর ভবনে এসে বসে থাকতো। অঞ্জন দাশগুপ্ত আর নাছুর ভয়ে নৈহাটিতে মিটিং মিছিল করতে পারতো না। ভয়ে বাড়ি থেকে বেরোত না। ২০০৯ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর পার্থ রাজনীতিতে এসেছে। ওখানে নেতা ছিলেন ধীলন সরকার, তরুণ অধিকারী।

মুকুল রায় অক্সিজেন দিয়ে ওকে রাজনীতিতে এনেছে। তাঁর কটাক্ষ, তিনি ব্যবসা করে দল বানিয়েছেন। আর পার্থ দল ভাঙিয়ে ব্যবসায়ী হয়েছে। এটাই দুজনের মধ্যে তফাৎ।