১লা ফেব্রুয়ারী : অর্জুন সিং এর দাবি,নৈহাটিতে সন্তোষ নামে যে খুন হয়েছে ও সাট্টা এবং লোটো চালায়। পেছনে গুড্ডু বলে একটি ছেলে আছে। ও লোটোর মালিক। পার্থ ভৌমিক এবং সনৎ দে কে গুড্ডু স্পনসর করে। ওই এলাকার সমস্ত দু’নম্বরী বিজনেস ক্যাপচার করেছে এই গুড্ডু।
বছরখানেক আগে সন্তোষ রাজেশকে গুলি করেছিল।সে বার রাজেশ প্রাণে বেঁচে যায়। দুদিন আগেও এদের মধ্যে মারামারি হয়। থানায় অভিযোগ হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। যদি ব্যবস্থা নিত তাহলে আজকের এই ঘটনা ঘটতো না। আজকেও মারামারি হয়েছে।
তখন থানায় যাওয়ার পথে এই ঘটনা। সন্তোষকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে। তৃণমূলের সাংসদ থেকে বিধায়ক, পুরপ্রধান বলছে গুলি চলেছে। অথচ পুলিশ বলছে গুলি চলেনি। বুঝতেই পারছি না কারা সঠিক বলছে। প্রাক্তন সাংসদের প্রশ্ন, বিজেপি করা লোকেরা কি তৃণমূল জমানায় মদ জুয়া সাট্টা চালাতে পারে? অর্জুন বলেন, পুরানো ক্ষোভ থেকে এই খুন। পিছনে রয়েছে জমি বিক্রির লড়াই।