অবতক খবর,২৩ জুলাই :: বাঁকুড়ার মাচান তলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের আনন্দে বাঁকুড়ার একদল শিক্ষিত যুব সমাজ উচ্ছ্বাসে ফেটে পড়ে । পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পরপরই শনিবার সকাল বেলায় একদল শিক্ষিত যুবকেরা পথ চলতি মানুষদের মিষ্টি খাইয়ে উল্লাসে আনন্দে ফেটে পড়ল । তারা জানালেন “পাপ কখনো বাপকে ছাড়ে না” তা আরেকবার প্রমাণ হয়ে গেল, তারা আরো জানিয়েছেন যে টাকার জোরে তাদের গার্লফ্রেন্ডরা পাশে থাকে আর আমরা শিক্ষিত যুবকেরা হণ্যে হয়ে চাকরির দাবিতে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, ভগবান আছে!
ABTAK EXCLUSIVE