অবতক খবর,১ মার্চ: শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার খরগ্রাম থানার রতনপুর গ্রামের এই ঘটনা, ওই গ্রামেরই পঞ্চায়েত সমিতির সদস্যা সেবিনা বিবির স্বামীর উপর ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ ওঠে হাসান শেখ নামে এক যুবকের বিরুদ্ধে।
ঘটনা সূত্রে জানা যায় দুই পরিবারের পারিবারিক বিবাদ চলছিল বেশ কয়েকদিন ধরেই সেই বিভাগকে কেন্দ্র করে কিছুদিন আগে একটি মীমাংসা করাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয় গ্রামে পরে আজ পঞ্চায়েত সমিতির সদস্য আসামি আরবাউল শেখ মাঠে কাজ করার সময় আচমকাই তার উপর আক্রমণ চালায় পরে দুই পরিবারের সংঘর্ষে আহত হয় ওই পঞ্চায়েত সমিতির সদস্য স্বামীসহ তাজমিরা বিবি নামের এক মহিলা। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ