অবতক খবর,২৪ জানুয়ারি: পান্জিপাড়া শুটআউটের ঘটনাতে ধৃত আব্দুল ওরফে আবালকে জেরা করে একটি রিভলভার ও মোবাইল উদ্ধার করল পুলিশ।বৃহস্পতিবার করনদীঘি থানার মহেশপুর ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,গোয়ালপুকুর থানার পান্জিপাড়া ইকরচালা কালীবাড়ি নিকটস্থ এলাকাতে দুজন পুলিশকর্মীকে গুলি করে পালায় সাজ্জাক আলম।

সে করনদীঘি থানার খিরকিটোলা গ্রামের পোলট্রি ব্যবসায়ী সুবেশ দাস হত্যাকান্ডের মাষ্টারমাইন্ড হিসাবে বিচারাধীন ছিল।পুলিশি এনকাউন্টারে প্রান হারায় সাজ্জাক আলম।তাকে পালাতে,আশ্রয় দেবার অভিযোগে আব্দুলকে গ্রেপ্তার করা হয়।সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।এই আব্দুল ওরফে আবালকে জেরা করে এই আগ্নেয়াস্ত্র ও মোবাইলের সন্ধান পায় পুলিশ।

মহেশপুর সংলগ্ন এলাকাতে একটি পুকুরে সেটি ফেলা হয়েছে,বলে জানতে পারে পুলিশ।পুকুরের জল ছেঁকে সেই আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।এদিনের আগ্নেয়াস্ত্র উদ্ধারে করনদীঘি থানার রসাখোয়া পুলিশ ফাড়ি ও গোয়ালপুকুর থানার পুলিশ যৌথ অভিযান চালায়।এই আগ্নেয়াস্ত্র দিয়েই পান্জিপাড়াতে দুজন পুলিশ কর্মীকে গুলি চালানো হয়েছিল কিনা,তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।