অবতক খবর,২০ সেপ্টেম্বরঃ পান্জিপারার গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহীকে দিনে-দুপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তাকে গুলিবিদ্ধ অবস্থায় কিশান্গঞ্জ মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে রুবির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসকেরা। এদিকে বিক্ষুব্ধ জনতা 31 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ সামিল হয়।

জানা গেছে তৃণমূল কংগ্রেস প্রধান মোহাম্মদ রাহী এদিন দুপুরে গ্রাম পঞ্চায়েতে যাচ্ছিলেন তার সাথে মোঃ মুস্তফা নামে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন সেই সময় দুটি বাইকে চেপে দুষ্কৃতীরা কালো কাপড় দিয়ে মুখ ঢেকে হেলমেট পরিচিত অবস্থায় ব্ল্যাক পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে প্রধান কে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি এদিকে ঘটনার প্রতিবাদ ে স্থানীয় বাসিন্দারা পান্জিপাড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শান্তির মৃধা জানান , প্রধান সাহেব ের তেমন কোনো শত্রু রয়েছে বল আমার জানা ছিল না আর পান্জি পাড়াতে এই ধরনের ঘটনা ঘটবে তা আমরা কোনদিন কল্পনাও করতে পারিনি আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল ঘটনাস্থলে পৌঁছান তিনি জানান দুষ্কৃতীরা পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে। তার মধ্যে তিনটি কার্তুজ এক জায়গা থেকে উদ্ধার হয়েছে অপর জায়গায় দুটি গুলি চলে কারা এ ঘটনার সাথে যুক্ত রয়েছে পুলিশ তদন্ত করছে