অবতক খবর,১৩ আগস্ট: পানিহাটি বিটি রোডের স্বদেশী মোড়ে বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক জয় সাহার উপরে দুষ্কৃতীদের হামলার অভিযোগ।

৮ থেকে ১০ জন দুষ্কৃতীর দল বাইকে করে এসে গাড়ি ঘিরে হামলা করে বলে অভিযোগ।

ভেঙে দেওয়া হয় জয় সাহার গাড়িটিও। জয় সাহার গাড়ী লক্ষ‍্য করে দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় প্রাণে বাঁচতে গাড়ি নিয়ে পালানোর সময় সিগন্যাল ভাঙ্গেন জয় সাহা। সেই সময় অমিত মন্ডল ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার নামে এক যুবককে ধাক্কা মারেন বলে অভিযোগ। এরপর গাড়ি নিয়ে খড়দা থানা যান জয় সাহা। তারপর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ঘটনায় খরদহ থানার পুলিশ জয় সাহা সহ তিন জনকে গ্রেপ্তার করে।