অবতক খবর,৩১ আগস্টঃ পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনায় অভিযুক্ত বাপি পন্ডিতের জামিন পাওয়ার পর থেকে এলাকা জুড়ে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে এই বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি কাউন্সিলরের স্ত্রী অভিযোগ করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।মৃত কাউন্সিলরের স্ত্রীর অভিযোগ পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার আজ তার নিরাপত্তা বারানোর সিদ্ধান্ত জানান পাশাপাশি আজ সন্ধ্যাবেলা আগরপাড়া মহাজাতি নগরে মৃত কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে দেখা করতে আসলেন কামদুনি আন্দোলনের প্রতিবাদী টুম্পা কয়াল ও হাওড়া বালির তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত।

প্রতিমা দত্ত জানান, মৃত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত যথেষ্ট অসহায় এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন তার। এই সময় তার পাশে থেকে কার মনোবল বাড়ানোর জন্যই আমরা এসছি। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে যেভাবে অরাজকতা চলছে সেটা মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় নেই।

 

বাইট:- প্রতিমা দত্ত (হাওড়া বালির তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী)